নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আমফান-এর প্রভাবে আগামী দুদিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অবশ্য সুপার সাইক্লোন ’’আমফান’’ ত্রিপুরায় পৌঁছনোর আগে ভীষণ দুর্বল হয়ে পড়বে৷ তাই শুধু ঝড়ো হওয়া এবং বৃষ্টির ঝাপ্ঢা সহ্য করতে হবে ত্রিপুরাকে৷
নিম্নচাপ চাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আমফান-এর গতিমুখ হয়েছে উত্তর-পশ্চিম দিকে৷ সেটা এখন বাঁক নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে যাচ্ছে৷ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রভাবিত হবে দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ৷
প্রসঙ্গত, সোমবার আমফান শক্তি বাড়িয়ে ‘সুপার সাইক্লোন’-এ পরিণত হয়েছিল৷ আজ সামান্য দুর্বল হয়েছে৷ তবে এখনও ভয়ঙ্কর রূপ পরিবর্তন হয়নি৷ ফলে সমুদ্র থেকে স্থলভাগে আমফান প্রবল গতিবেগে আছড়ে পড়বে, তা সহজেই অনুমান করা যাচ্ছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাগরদ্বীপ এবং সুন্দরবন অঞ্চলে ওই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷
দিল্লিস্থিত মৌসম বিভাগ আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০ এবং ২১ মে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে৷ সাথে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বয়ে যাবে৷ ইতিমধ্যে, ত্রিপুরা সরকারের রাজস্ব দফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে৷ দুযর্োগ মোকাবিলা দলকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

