মুম্বই, ১৯ মে (হি.স.) : বলে লালা ব্যবহার করা যাবে না, আইসিসিকে জানিয়ে দিল অনিল কুম্বলের ক্রিকেট কমিটি । আগেই আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটি বলে লালার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে। এবার ওই একই মত জানাল অনিল কুম্বলের ক্রিকেট কমিটি। তবে বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে।
করোনা ভাইরাসের জেরে বদলে যেতে চলেছে ক্রিকেটের দীর্ঘদিনের নিয়ম। শুরু থেকেই বলের পালিশ বজায় রাখতে মুখের লালা ব্যবহার করতেন ক্রিকেটাররা। করোনা সংক্রমণের আশঙ্কায় আইসিসি নিষিদ্ধ করতে চলেছে লালার ব্যবহার। অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির প্রস্তাব অনুযায়ী সাময়িকভাবে বদল হচ্ছে আরও কিছু প্রচলিত নিয়ম।
আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির পরামর্শ মতোই বলে লালার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে অনিল কুম্বলের ক্রিকেট কমিটি। তবে যেহেতু ঘামের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই, তাই বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে। যদিও বলে কোনও কৃত্রিম পদার্থ ব্যবহার, যা বল বিকৃতি বলেই বিবেচিত হয়, তার অনুমতি দেয়নি ক্রিকেট কমিটি। তবে যেহেতু ঘামের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই, তাই বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে।