নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): আত্মনির্ভর এবং আত্মনির্ভরতা। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে, দীর্ঘ বক্তৃতায় এই দুই শব্দ বারবার উঠে এসেছিল প্রধানমন্ত্রী মুখে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরবর্তী দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, পয়লা জুন থেকে সমস্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্যই বিক্রয় হবে।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে আত্মনির্ভরশীল ও স্থানীয় পণ্যে উৎসাহিত হওয়ার আবেদন জানিয়েছিলেন, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ১ জুন থেকে সমস্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্যই বিক্রয় হবে।

