BRAKING NEWS

উত্তর সিকিমে ভয়ঙ্কর তুষারধসের কবলে একাধিক জওয়ান, নিখোঁজ ১

নয়াদিল্লি, ১৪ মে (হি. স.) : উত্তর সিকিমের লুঙ্গনাক লা এলাকায় তুষারধসের কবলে ভারতীয় সেনার ১৭-১৮ জন জওয়ানের একটি দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার । বাকিদের উদ্ধার করা গেলেও, একজন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই জওয়ানের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।

সেনা সূত্রে খবর , যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হয়েছে। একটি বড় দলের অংশ হিসেবে ওই ১৭-১৮ জন জওয়ান একসাথে যাচ্ছিলেন। তখনই তুষারধ্বস নামে। তাঁরা সবাই চাপা পড়ে যান। এই জওয়ানরা মূলত টহলদারি চালাচ্ছিলেন। এরই সাথে বরফ সরানোর কাজও করছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *