নয়াদিল্লি, ১২ মে (হি. স.): চতুর্থ দফার লকডাউন যে আগের তিন দফার থেকে একেবারে আলাদা হতে চলেছে মঙ্গলবারের ভাষণে সেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি বিশ্ব ব্যবস্থা অর্থ কেন্দ্রিক থেকে মানবকেন্দ্রিকতার দিকে এগিয়ে যাবে সেই আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ দফার লকডাউন।আগের তিনটি দফা থেকে একেবারে পৃথক হতে চলেছে। নতুন অনেক কিছুই দেখা যাবে এই চতুর্থ দফায়। এই দফার লকডাউন এর জন্য কি কি নিয়ম বলবৎ হবে সেই নির্দেশিকা ১৮ মের আগেই বলে দেওয়া হবে।করোনার ভয় আটকে গেলে চলবে না। মুখে মাস্ক পরে ও দুই গজ দূরত্ব বজায় রেখে দেশবাসীকে এগিয়ে চলতে হবে।কিন্তু পুরোপুরি লকডাউন শিথিল করা হবে না।একবিংশ শতাব্দীর যে ভারতের হতে চলেছে সেই কথা এই সংকটময় পরিস্থিতিতেও দেশবাসীকে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমান শতাব্দী ভারতেরই হবে এর জন্য ভারতকে একাগ্র চিত্তে এগিয়ে যেতে হবে। অর্থকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে মানবকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। ভারতের প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক, সাধারণ নাগরিকদের মধ্যে সেই প্রতিভা ও গুণগতমান রয়েছে। বিশ্বমানের পণ্য প্রস্তুত করতে দেশবাসী তৈরি। পাশাপাশি আগামী দিনে যে আর্থিক সংস্কার করা হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার কথায় আর্থিক সংস্কার হয়েছিল বলেই সরকারি অফিস এবং পরিবহন ব্যবস্থা বন্ধ থাকা সত্ত্বেও মানুষ কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিজের ব্যাংক একাউন্টে মধ্যে দিয়ে পেয়েছে। জনধন, আঁধার, মোবাইলের সংস্কার হয়েছিল বলেই তা সম্ভবপর হয়েছে।

