হাফলং (অসম), ১১ মে (হি.স.) : ভেঙে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাই হত্যাকাণ্ডের প্রতিবাদে, এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে ‘খুনের সঙ্গে জড়িত ডিএসপি সূর্যকান্ত মরান’কে অবিলম্বে গ্রেফতারের দাবির ভিত্তিতে আগামী ১৪ মে থেকে ৩৬ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দেওয়া হয়েছে। হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি আহূত ৩৬ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধ শুরু হবে ১৪ মে সকাল ৫ টা থেকে। চলবে ১৫ মে বিকেল ৫ টা পর্যন্ত।
এদিকে ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে খুনের প্রতিবাদ জানিয়ে সোমবার হাফলঙে জেলাশাসকের কার্যালয়ের সামনে ডিএইচডি-র প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা মস্তক মুণ্ডন করেছেন। তিনি ডিমা হাসাওয়ের জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে এক স্মারকপত্রও পাঠিয়েছেন।
এদিন প্রাক্তন জঙ্গি নেতা দিলীপ নুনিসা মস্তক মুণ্ডন করে উপস্থিত সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলায় এ ধরনের গুপ্তহত্যা চলছে। আজ থেকে তিন চার বছর আগে দিয়ুংমুখে এভাবে ডিএইচডি-র সদস্য রাজেশ নাইডিংকে খুন করা হয়েছিল। এবার সন্তোষ হোজাইকে প্রথমে অপহরণ, তার পর নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি বলেন, সন্তোষ হোজাইকে খুনের সঙ্গে ডিএসপি সূর্যকান্ত মরান জড়িত রয়েছেন বলে ইতিমধ্যে প্রয়াতের স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এজাহার দাখিল করছেন। কিন্তু এর পরও পুলিশ এখনও ডিএসপিকে গ্রেফতার করেনি। ডিএসপি মরান এখনও বহাল তবিয়তে তাঁর ডিউটি চালিয়ে যাচ্ছেন। এই অভিযোগ করে সন্তোষ হোজাই খুনের সঙ্গে জড়িত ডিএসপিকে অবিলম্বে গ্রেফতার করে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করার পাশাপাশি সন্তোষ হোজাইয়ের খুনের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
দিলীপ নুনিসা বলেন, ডিএইচডিকে দূর্বল ভাবলে ভুল করবে সরকার। হুমকি দিয়ে তিনি বলেন, অবিলম্বে সন্তোষ হোজাই হত্যাকাণ্ড নিয়ে সরকার যদি কোনও ব্যবস্থা গ্রহণ না করে তা হলে ডিমা হাসাওকে সম্পূর্ণ অচল করে দেওয়া হবে।