কৈলাসহরে নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাড়িতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী মহিলা স্টাফ নার্স৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহর পৌর পরিষদের অন্তর্গত বৌউলাবাসা ১ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় ঠাকুরদাসি দেবনাথ- পেশায় নার্স৷ বর্তমানে চন্ডিপুর ব্লকের অন্তর্গত সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত৷ বৌলাবাসা স্থিত ভাড়া বাড়িতে তিনি ও তার স্বামী এবং এক ছেলে থাকতেন৷ তার স্বামী পেশায় কনেকটার৷


বৃহস্পতিবার সকালে নিজ কাজে আগরতলা উদ্দেশ্যে জান৷ সকালবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর অবর্তমানে ছেলেকে একা রেখে নিখোঁজ হয়ে যায়৷ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তখন বাড়ির মালিক দেখতে পায় ঠাকুরদাসী দেবনাথের ছেলে একা খেলছে৷ বাড়ির মালিক অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি এলাকাবাসীকে জানায়৷ পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের বাথরুমের দরজা ভেঙে ফাঁসিতে আত্মঘাতী মহিলা অবস্থায় উদ্ধার হয় মহিলা৷ কৈলাশহর মহিলা থানায় খবর দেওয়া হয়৷ কৈলাশহর মহিলা থানা এসে মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ আত্মহত্যার কারন স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *