দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বর্তমানে ২৯.৩৬ শতাংশ

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : করোনা নিয়ে আশার কথা শোনাল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব অগরওয়াল জানিয়েছেন, দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বর্তমানে ২৯.৩৬ শতাংশ।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্ত প্রতি ৩ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। কেন্দ্রের দেওয়া শেষ পরীসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৯০ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ, সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৭৩ জন। কেন্দ্রের হিসেবে বর্তমানে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ হাজার ৯১৬ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।

এদিন লব অগরওয়াল আরও বলেন, ‘এই যাবতীয় পরিস্থিতির মধ্যেও, এই সংক্রমণের মধ্যেও আমাদের বেঁচে থাকার উপায় খুঁজে নিতে হবে। এর জন্য আমাদের কিছু অভ্যেসে বদল আনতে হবে ও নিয়ম মেনে চলতে হবে।’ এই সংক্রান্ত গাইড লাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *