সীমান্তের উপারে রাজ্যের চাষীদের চাষাবাদে সমস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কৃষকরা লক ডাউন চলাকালে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষকদের বহু পরিমাণ জমি রয়েছে৷ কাঁটাতারের এপার থেকে ওপারে গিয়ে কৃষকরা কৃষি কাজ করে বহুদিন ধরেই জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷


বিশেষ করে ত্রিপুরা সংলগ্ণ বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করতে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে৷ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ভারতীয় কৃষকদের অনেকেই কাঁটাতারের ওপারে গিয়ে ভারতীয় ভূখণ্ডে তাদের নিজস্ব জমিতে চাষাবাদ করে জীবনযাপন করে আসছেন৷ কৃষকদের কৃষি কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই নিয়ম-কানুন কিছুটা শিথিল করা হয়েছে৷ কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষকরা যাতে কৃষিকাজ করেন এবং তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে৷ কিন্তু বিএসএফের জওয়ানরা এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না৷ খোয়াই এর চেরমা সীমান্ত এলাকায় ভারতীয় কৃষকদের ফসল বাংলাদেশীরা চুরি করে নিয়ে যাচ্ছে৷ এসব বিষয়ে সীমান্তবর্তী এলাকার জনগণ বিএসএফকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷


চেরমা সীমান্তবর্তী এলাকার কৃষক জগদিশ দেব এবং সমীর দেব সহ অন্যান্যরা অভিযোগ করেছেন বুধবার রাতে তাদের ধান সবজি ইত্যাদি ফসল কাঁটাতারের বেড়া ওপার থেকে চুরি করে নিয়ে গেছে বাংলাদেশিরা৷ চেরমা সীমান্তের ৫ নং গেট সংলগ্ণ এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ শুধু মাঠের ফসল নয়, পুকুর এবং জলাশয় থেকে মাছ পর্যন্ত বাংলাদেশিরা চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সীমান্ত গ্রামের বাসিন্দারা৷ বাংলাদেশী চোরদের হাত থেকে ভারতীয় কৃষকদের ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা রাজ্য সরকার এবং বিএসএফের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *