গুয়াহাটি, ৮ মে (হি.স.) : অসমের সিআইডি-র এক দল শুক্ৰবার গুয়াহাটি এবং নগাঁওয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত নেশার কফ সিরাপগুলির বাজার মূল্য প্ৰায় ১০ লক্ষ টাকা। নেশা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্ৰেফতার করেছে সিআইডি। গুয়াহাটি মহানগরে উলুবাড়িতে সিআইডির মুখ্য কাৰ্যালয়ে অসম সিআইডির এডিপিজি এলআর বিষ্ণোই সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়েছেন।
এডিজিপি বিষ্ণোই জানান, ফল, শাক-সবজি পরিবাহী একটি টাটা ম্যাজিক মডেলের গাড়িতে করে নিষিদ্ধ ওই সব কফ সিরাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ভেতরে দুটি চেম্বারে এগুলি লুকিয়ে রাখা ঠিল। স্নিফার ডগের সাহায্যে গাড়ির ভেতর থেকে কফ সিরাপগুলি উদ্ধার করা হয়েছে। ইত্যবসরে গাড়ির তিন আরোহীকে গ্ৰেফতার করে সিআইডি। তার পর তাদের জেরা করে গুয়াহাটি লখরার লালগুদামে অভিযান চালায় সিআইডি। সেখান থেকে আরও ৬০ কাৰ্টুন নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গুদামের ম্যানেজার এবং অ্যাকাউন্টেটকেও গ্ৰেফতার করেছে সিআইডি, জানান এডিপিজি এলআর বিষ্ণোই।
অন্যদিকে, নগাঁওয়েও এই নেশা কারবারির চক্ৰ মজুত রেখেছিল ৫৫০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ। কফ সিরাপগুলি জেপি ফাৰ্মা কোম্পানি থেকে আনা হয়েছিল বলে জানিয়েছেন অসম সিআইডির এডিপিজি এলআর বিষ্ণোই। তিনি জানান, কফ সিরাপ বাজেয়াপ্ত এবং পাঁচজনকে গ্রেফতারের খবর পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে কোম্পানির মালিক প্ৰদীপ তালুকদার। কোম্পানিটির লাইসেন্স বাতিল করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন এডিপিজি বিষ্ণোই।