যোরহাট (অসম), ২ মে (হি.স.) : মহামারি কোভিড-১৯ সৃষ্ট আতঙ্কময় পরিস্থিতির মধ্যে অসমে শূকরের শরীরে ‘সোয়াইন ফ্লু’ সমস্যা ক্ৰমশ বেড়ে চলেছে। সোয়াইন ফ্লুতে আক্ৰান্ত হয়ে রাজ্যের কয়েকটি জেলায় অস্বাভাবিক হারে শূকরের মৃত্যু হয়েছে। এ সম্পৰ্কে যোরহাটের কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের ডাক্তাররা জানিয়েছেন, শূকর পালকরা বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন না করার জন্যই সোয়াইন ফ্লু-এর মতো রোগে আক্ৰান্ত হয়ে এত শূকরের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যেই ডাক্তাররা গ্ৰামে গ্ৰামে গিয়ে শূকরদের টিকাকরণের ব্যবস্থা গ্ৰহণ করেছেন। নিৰ্দিষ্ট কিছু নীতি নিৰ্দেশিকা মতে শূকর পালনের জন্য যারা এই ব্যবসায় রয়েছেন তাদের মধ্যে সচেতননা বাড়ানোর কাজ করছেন।
যোরহাটের এলেংমারা কলাবাড়ি অঞ্চলে এরই মধ্যে ১৩টি শূকরের মৃত্যু হয়েছে। যোরহাট কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে শূকরগুলি সোয়াইন ফ্লু-তে আক্ৰান্ত হয়ে মরেছে কিনা তা এখনও নিশ্চিত করেনি কেন্দ্ৰ।
ইতিমধ্যে রাজ্যের ছয় জেলা যথাক্ৰমে ধেমাজি, ডিব্ৰুগড়, শিবসাগর, লখিমপুর, বিশ্বনাথ এবং যোরহাটে সরকার শূকরের মাংস বিক্ৰিতে নিষেধাজ্ঞা জারি করেছে। খামারে পালিত শূকর বাজারে বিক্ৰি হচ্ছে না। ফলে বহু টাকার লোকসানের সম্মুখিন হয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শূকর পালকদের। শূকর পালকরা আৰ্থিক সমস্যার মধ্যে পড়েছেন। সরকার খুব শীঘ্ৰই একটা ব্যবস্থা না করলে আরও গভীর সমস্যায় পড়বেন বলে শূকর পালকরা মনে করছেন।
প্ৰসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলায় এখন পৰ্যন্ত প্ৰায় ২০০০ শূকরের অজানা রোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে শূকররা আফ্রিরান ফ্লু-তে আক্রান্ত হয়েছে। মৃত শূকরের নমুনা মধ্যপ্রদেশের ভোপালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে। তবে এই খবর লেখা পর্যন্ত রিপোর্টের তথ্য জানা যায়নি।