নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ ত্রিপুরায় ফেরার ৫২ দিনের মাথায় করোনা আক্রান্ত এক বিএসএফ জওয়ানের সন্ধান মিলেছে৷ তাঁর থেকে আরও এক বিএসএফ জওয়ান সংক্রমিত হয়েছেন৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত ২ বিএসএফ জওয়ানের মধ্যে একজন গত ১১ মার্চ অসম থেকে ত্রিপুরায় ফিরেছেন৷ গত ২২ এপ্রিল তিনি কর্মক্ষেত্রে যোগ দেন৷ ২৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভতি হন৷ তাঁকে দেখাশুনার জন্য এক জওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ দুজনই করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের সংস্পর্শে ছিলেন এমন এখন পর্যন্ত ৬৮ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে৷
এ-বিষয়ে শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ ব্যাটালিয়নের এক হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, বিএসএফের ওই হেড কনস্টেবল অসমের শিবসাগর জেলার বাসিন্দা৷ গত ১১ মার্চ তিনি ত্রিপুরায় ফিরেছেন৷
এর পর যথারীতি কাজে যোগ দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, গত ২২ এপ্রিল ওই জওয়ান ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় করিনা বিওপি-তে যোগ দেন৷ ২৫ এপ্রিল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন৷ কিন্তু পেটে ব্যথা হওয়ায় ওইদিন তাঁকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ সেখান থেকে তাঁকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা৷ তিনি বলেন, ১ মে পর্যন্ত ওই জওয়ান ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ ওইদিন রাতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং জি বি হাসপাতালে ফ্লু ক্লিনিকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়৷
শিক্ষামন্ত্রীর কথায়, ধলাই জেলা হাসপাতালে ওই জওয়ানকে দেখাশুনার জন্য এক কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তাঁকেও জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকে পরীক্ষা করে ভরতি করা হয়েছিল৷ আজ সকালে তাদের লালারস পরীক্ষা করে দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বলেন, বিএসএফের হেড কনস্টেবল প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তার থেকেই ওই কনস্টেবল সংক্রমিত হয়েছেন৷ তবে, ওই হেড কনস্টেবল কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি৷ তিনি জানান, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানের সংস্পর্শে ছিলেন এমন এখন পর্যন্ত ৬৮ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে৷