নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ একদিকে করোনা-র প্রকোপ৷ অন্যদিকে পারিবারিক অশান্তি৷ দিশেহারা হয়ে এক যুবক মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন৷ তবে দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রমে যুবককে টাওয়ারের চূড়া থেকে নামানো সম্ভব হয়েছে৷
মোহনপুর থানাধীন মনতলা কলোনি এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া যুবক রাজু দেব বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন৷ আত্মহত্যার জন্য তিনি এলাকায় মোবাইল টাওয়ারে চূড়ায় উঠে যান৷ স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন৷ কিন্তু তিনি কারোর কথা শুনতে রাজি ছিলেন না৷ অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় মোহনপুর থানায়৷ খবর পেয়ে পুলিশ দমকল বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷
কিন্তু তাতেও কাজ হচ্ছিল না৷ মোবাইলের টাওয়ারের চূড়া থেকে কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না৷ প্রায় দু ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের পর রাজুকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা৷ টাওয়ারের চূড়া থেকে নামানোর পর পুলিশ তাকে থানায় নিয়ে গেছে৷ স্থানীয়দের বক্তব্য, পারিবারিক অশান্তির জেরেই রাজু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল৷ মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রজু দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আত্মহত্যার চেষ্টার পেছনে পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বের করা হবে৷