বাংলাদেশে করোনার জের, জিরো পয়েন্টে স্যানিটাইজ শুরু পণ্যবাহী গাড়ির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ বাংলাদেশে করোনা-র প্রকোপ বেড়েছে৷ তাই শনিবার থেকে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে আসা সমস্ত গাড়ি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট-এ জিরো পয়েন্টে স্যানিটাইজ করা হচ্ছে৷


ল্যান্ড পোর্ট-এর কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক এ-বিষয়ে বলেন, করোনা প্রকোপের মাঝেও পণ্য পরিবহণে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷ তাই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত পণ্য এসেছে ত্রিপুরায়৷তাঁর কথায়, গত ২৫ মার্চ থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে ৬ গাড়ি শুকনা মাছ, ৬২ গাড়ি সোয়াবিন তেল, ২ গাড়ি বিসুকট এবং আজ ১১ গাড়ি কয়লা এসেছে৷ তিনি বলেন, ইটভাট্টা চালু হয়েছে ত্রিপুরায়৷ তাই, আজ কয়লা আমদানি হয়েছে বাংলাদেশ থেকে৷


করোনা-র প্রকোপ নিয়ে গোড়া থেকেই সুরক্ষাবিধি মেনে চলা হয়েছে৷ তাই, গতকাল পর্যন্ত প্রতিদিন বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ফিরে যাওয়ার পর সমস্ত ল্যান্ডপোর্ট স্যানিটাইজ করা হয়েছে, বলেন তিনি৷ কিন্ত, আজ থেকে জিরো পয়েন্টে স্যানিটাইজ করার পর পণ্যবাহী গাড়ি ত্রিপুরায় ঢুকতে দেওয়া হচ্ছে, বলেন ওই আধিকারিক৷ তাঁর কথায়, বাংলাদেশে করোনা-র প্রকোপ ক্রমশ বাড়ছে৷ ফলে, বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷

এমন-কি শুধুমাত্র চালককেই ত্রিপুরায় গাড়ি নিয়ে প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, চালক গাড়ির ভেতরেই থাকেন৷ তার মধ্যেই গাড়িটি স্যানিটাইজ করা হচ্ছে৷ তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই বাংলাদেশ থেকে আসা প্রত্যেক পণ্যবাহী গাড়ি স্যানিটাইজ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *