নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.): সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত ডিএ দেড় বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
গোটা দেশে বেড়েই চলেছে মারণ করোনার সংক্রমণ। করোনা মোকাবিলায় গোটা দেশে স্বাস্থ্য পরিষেবার দরুণ বিপুল টাকা খরচ হচ্ছে সরকারের। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত ডিএ দেড় বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী ও সশস্ত্র বাহিনীকে এই অর্থকষ্টে ফেলার প্রয়োজন ছিল না বলেই মনে করেন প্রখ্যাত এই অর্থনীতিবিদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

