নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : “আমাদের দেশে যত পরিমাণ টেস্ট হচ্ছে তার ৪ শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে।তার থেকে বেশি নয়।” শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, আমাদের একটাই ভয় ছিল, আমরা যদি স্টেজ ৩ -তে চলে যাই। কিন্তু আমরা দেশকে সেই পরিস্থিতিতে যাওয়ার হাত থেকে বাঁচাতে পেরেছি। তিনি আরও বলেন, ‘এক জায়গায় অনেক বেশি পজিটিভ কেস দেখা যাচ্ছে। তাই লকডাউন মানার ক্ষেত্রে অনেক বেশি নজরদারি রাখতে হবে।’
এর আগে এপ্রিল মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে, ভারত স্টেজ ২ ও স্টেজ ৩-এর মাঝামাঝি আছে। এইমসের ডিরেক্টরও সেইসময় বলেছিলেন, ভারতের কোথাও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে।
আইসিএমআর-এর সিনিয়র সায়েন্টিস্ট ড, রমন আর গঙ্গাখেদকর কয়েকদিন আগে জানিয়েছেন, ৮০ শতাংশ ক্ষেত্রেই আক্রান্তের শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে, কিনা তার উপর ভিত্তি করেই টেস্ট করতে হচ্ছে। মনে করা হচ্ছে ভারতে এমন অনেক আক্রান্ত আছেন, যাঁদের উপসর্গ না থাকায় টেস্ট করা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭১৮ জনের। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, শেষ ২৪ ঘণ্টায় ১৬৮৪ নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। পাশাপাশি ৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১৭ হাজার ৬১০ টি। কারণ, ৭১৮ জনের মৃত্যু হওয়া ছাড়াও সেরে উঠেছেন ৪৭৪৯ জন।

