নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): কেন্দ্রীয় রেল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রভাবশালী নেতা । দেশ সেই জন্য গর্বিত।
বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় পীযূষ গোয়েল লিখেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তার এই দূরদর্শিতা ও প্রভাবশালী নেতৃত্বের কারণে গোটা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন। তার মতন এত ভালো প্রধানমন্ত্রী পাওয়াটা আমাদের কাছে গর্বের বিষয়। তার নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব।
উল্লেখ করা যেতে পারে, করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি মার্কিন গবেষণায় দেখা গিয়েছে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবলম্বন করেছেন প্রধানমন্ত্রী। যা মহামারীর সংক্রমণ কমাতে সাহায্য করেছে।