লকডাউন নিয়ে রাজ্যে কিছু ছাড়, জারি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরায় লকডাউন চলবে ৩ মে পর্যন্ত৷ তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্তে সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন৷


শিল্প ও বাণিজ্য দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, সার, বীজ এবং কীটনাশক ওষুধ উৎপাদন কেন্দ্র লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে৷ চা, কফি এবং রবার উৎপাদন এবং প্যাকেজিং কেন্দ্রে ৫০ শতাংশ কর্মী কাজে যেতে পারবেন৷ এদিকে পুর নিগম, পুর পরিষদ এলাকার বাইরে রয়েছে এমন শিল্প চালু করার অনুমতি দেওয়া হয়েছে৷ তাছাড়া জরুরি প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদন এবং বিপণনে ছাড় দেওয়া হয়েছে৷


শিল্প ও বাণিজ্য দফতরের সচিব জানিয়েছেন, খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে পুর নিগম এবং পুর পরিষদ এলাকার বাইরে রয়েছে এমন উৎপাদন কেন্দ্রগুলির লকডাউনে ছাড় মিলেছে৷ তিনি জানান, ইটভাট্টা এবং বাঁশ উৎপাদন, পরিবহণ এবং বিপণনে ছাড় দেওয়া হয়েছে ঠিকই৷ কিন্ত ওই উৎপাদন কেন্দ্রগুলি পুর নিগম এবং পুর পরিষদ এলাকার বাইরে হলে তবেই ছাড় মিলবে৷তবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে হবে৷ শিল্প ও বাণিজ্য দফতরের সচিব সমস্ত জেলাশাসকদের ওই বিজ্ঞপ্তি কার্যকর করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *