BRAKING NEWS

রেলের আইসোলেশন কোচ দেখলেন সাংসদ প্রতীমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ কোভিড-১৯ মোকাবেলায় সমস্ত দপ্তর তাদের নিজের মতন করে সকলকে সাহায্য করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই ক্ষেত্রে ভারতবর্ষের সব চাইতে বড় দপ্তর হচ্ছে রেল মন্ত্রক৷


করোনা মোকাবেলায় রেল তাদের কামরা গুলিতে করোনা আক্রান্তরা যাতে থাকতে পারে তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এর জন্য বিশেষ ভাবে কোচ গুলিকে সাজিয়ে তোলা হয়েছে৷ সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এই কোচ গুলিতে৷ সেই পরিষেবা সম্পন্ন রেলের কোচ রাজ্যের জন্যও পাঠানো হয়েছে৷ রেলের এই সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ রবিবার আগরতলা রেল ষ্টেশনে রেলের উদ্যোগে তৈরি সেই কোচ গুলি ঘুরে দেখে এই কথা বলেন তিনি৷


রেলের কোচের মধ্যে যে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে সেখানে ১৩৫ জন আক্রান্তকে রাখা যাবে৷ হাসপাতালে থাকা সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা এই কোচের মধ্যে রয়েছে৷ এই সময়ে রেল দপ্তরের এধরনের উদ্যোগকে সময়পজোগী বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *