ঝুকিপূর্ণ অবস্থায় অমরপুর ফায়ার স্টেশন, নীরব দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ যারা দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের জীবনই এক প্রকার ভয়ের মধ্য দিয়ে কাটছে৷ বড়সড় বিপদের আশঙ্কা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে অমরপুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ অমরপুর অগ্ণি নির্বাপক দপ্তরের বিল্ডিংটি আজ থেকে ৩০বৎসর আগে তৈরী করা হয়েছিলো বর্তমানে বিল্ডিংটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ধবসে পরছে বিল্ডিংয়ের প্লাস্টার৷


বর্তমানে পুরো বিল্ডিংটির মধ্যে দেখা দিয়েছে ফাটল৷ জানা যায় কিছুদিন বাদে বাদে বিল্ডিং থেকে পলেস্তরা খসে খসে পরছে৷ শনিবার রাতে ব্যারাকে কর্মীরা যখন ঘুমন্ত অবস্থায় ছিলো , তখন বিল্ডিংয়ের ছাদ থেকে প্লাস্টার খসে পরে দুই কর্মীর বিছানার মাঝে৷ তাতে আতঙ্কিত হয়ে পরে ব্যারাকের অন্যান্য কর্মীরা৷ দপ্তরের এক কর্মী আরো জানান বৃষ্টির সময় মাটি ভেজার আগে তাদের রুমে জল পরে ভেসে যায়৷


পাশাপাশি এই বিল্ডিংটির ইলেকট্রিক লাইনের অবস্থা বেহাল৷ দপ্তরের এক কর্মী জানান নিরাপদে কাজ করতে সরকার যেন নজর দেয়৷ সবমিলিয়ে বিভিন্ন সমস্যার মধ্যদিয়ে নিজেদের জীবন মৃত্যুর কাছে বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ অতিসত্বর বিকল্প ব্যবস্থা না করলে যে কোনো সময় বিপদের সন্মুখিন হতে হবে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের তা বলার অপেক্ষা রাখে না৷