BRAKING NEWS

কাউকে ছাঁটাই করা হবে না, কর্মীদের আশঙ্কা দূর করে জানাল টিসিএস

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): করোনা আবহে চাকরি হারানর ভয়ে এক শ্রেণির মানুষ। তবে নিজেদের কর্মীদের সেই আশঙ্কা দূর করে দিল দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস । টাটা গোষ্ঠীর এই সংস্থা জানিয়েছে, এই সময় কাউকে ছাঁটাই করা হবে না। তবে এই বছর কোনরকম বেতন বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে টিসিএস ।

দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস জানিয়েছে, ৪.৫ লক্ষ কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না, তবে এই বছর কোনরকম বেতন বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি টাটা গোষ্ঠীর এই সংস্থা জানিয়েছে, ৪০০০০ জনকে নিয়োগ করার যে অফার দেওয়া হয়েছিল তাদের প্রতি প্রতিশ্রুতি রাখার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ। যেখানে বেশ কিছু ব্লু চিপ কোম্পানি এখন নতুন নিয়োগের ব্যাপারে ফের পর্যালোচনা করছে।

টিসিএসের এমডি তথা সিইও রাজেশ গোপীনাথ বলেছেন, যাদের যাদের অফার করা হয়েছিল তাদের প্রত্যেককেই নেওয়া হবে। কোনরকম ছাটাই করা হবে না। এই সংকটকালে কর্মীদের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। তবে তিনি এও জানিয়েছেন, এই বছর বেতন বাড়ানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থান চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রামানিয়াম জানিয়েছেন, বর্তমানে ভারতের কর্মরত কর্মীসংখ্যা ৩.৫৫ লক্ষ এবং এদের ৯০ শতাংশ এখন কাজের জায়গা সঙ্গে সংযুক্ত থেকে ক্লায়েন্টদের পরিষেবা দিচ্ছে। তিনি আরও জানান, লক্ষ্য করা গিয়েছে সংস্থার অ্যাসোসিয়েটদের বাড়ি থেকে কাজ করার এই নয়া মডেলে উৎপাদনশীলতা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *