করোনা সংক্রমণ রুখতে প্রকাশ্যে পান মশলা ও তামাক ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) :‌ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার প্রকাশ্যে পান মশলা খাওয়ার ও তামাক ব্যবহার বন্ধ করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, তামাক, পান মশলা, সুপারি মুখের মধ্যে অতিরিক্ত লালার জন্ম দেয়। যে কারণে যেখানে সেখানে থুতু ফেলার একটা প্রবণতা তৈরি হয়। এই ঘটনা ঘটতে থাকলে আরও দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এগুলি অবিলম্বে বন্ধ করা দরকার। সেই নির্দেশ দেওয়া চিঠি পৌঁছে গিয়েছে সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবের কাছে। প্রসঙ্গত, করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় একই কথা জানিয়েছে আইসিএমআর। তাঁদের মতে এই সময়ে খাবার তামাক সেবন না করাই ভাল। চিঠিতে বলা হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিপর্যয় মোকাবিলা আইন, মহামারী আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক আইনে এই নির্দেশ কার্যকর করতে পারে। চিঠিতে বলা হয়েছে, ‘‌বর্তমান পরিস্থিতিতে করোনা সমস্যা সমাধানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *