নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) : এই মুহূর্তে করোনা ভাইরাসের ভরকেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৭৭৭ মানুষ। যাদের মধ্যে আছেন ভারতীয়রাও । মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় নাগরিক মিলিয়ে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন । সংক্রমিত হয়েছেন ১৫০০-র বেশি ভারতীয় ।
খবর অনুযায়ী মৃতদের মধ্যে ১৭ জন কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ১০ জন গুজরাতের, ৪ জন পঞ্জাবের, ২ জন অন্ধ্রপ্রদেশের এবং ১ জন ওড়িশার বাসিন্দা। তাঁদের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটের বেশি। তবে মৃতদের মধ্যে ২১ বছরের এক যুবকও রয়েছেন। তাঁরা মূলত নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতেই থাকতেন। আবার পেনসিলভ্যানিয়া এবং ফ্লোরিডাতেও ছিলেন বেশ কয়েক জন।
এদিকে, আক্রাতদের মধ্যে নিউ ইয়র্কে আছেন প্রায় ১০০০ ভারতীয় । নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন ৪০০-র বেশি ভারতীয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁদের হয়ে প্লাজমা ডোনার খুঁজছে বেশ কিছু প্রবাসী ভারতীয় সংগঠন।