কলকাতা, ১০ এপ্রিল (হি. স.): হাইড্রক্সিক্লোরোকুইন বানানোতে বেঙ্গল কেমিক্যালকে ছাড়পত্র দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। তাদের হাইড্রক্সিক্লোরোকুইন ২০০/৪০০ বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে।
বেঙ্গল কেমিক্যাল সূত্রে জানা গেছে, আর পত্র মিললেও রয়েছে কাঁচামালের অভাব। যার ফলে যথেষ্ট পরিমাণে হাইড্রক্সিক্লোরোকুইন বাড়াতে পারছে না তারা। যে সংস্থা হাইড্রক্সিক্লোরোকুইন তৈরীর জন্য কাঁচামাল পাঠায় তারা লকডাউন এর কারণে সেই কাঁচামাল পাঠাতে পারছে না। ফলে যথেষ্ট পরিমাণে তৈরি করা যাচ্ছে না করোনা ঠেকানোর এই ওষুধ।
ইতিমধ্যেই কাঁচামালের অভাবের কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কাছে চিঠি দিয়েছে বেঙ্গল কেমিক্যাল। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ভালো কাজ করছে। কেন্দ্রের তরফ থেকে কাঁচামাল পাঠানোর সদর্থক ইঙ্গিত এলে এবং আগামী সপ্তাহের মধ্যে কাঁচামাল সরবরাহ হলেই নতুন করে হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর লক্ষ্যমাত্রা নিয়ে ওষুধ তৈরি করতে শুরু করবে বেঙ্গল কেমিক্যাল।