কদমতলায় অটো দূর্ঘটনায় গুরুতর আহত চালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ এপ্রিল৷৷ গোটা বিশ্বে যখন কোভিড ১৯ ভাইরাসে জবুথবু অবস্থা৷ ঠিক তখন দেশেও কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসের তীব্র প্রভাব ও আতঙ্ক দেখা দিয়েছে৷আর এই মরণব্যাধি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সজাগ,সচেতন ও ঘরে থাকা৷ তাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করেছেন৷ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাজ্যের পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্মীরাও৷কিন্তু কিছু অত্যুৎসাহী যুবক লকডাউনের নির্দেশ অমান্য করে বাহুবল দেখিয়ে বাইক গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছে৷রাজ্যের পুলিশ প্রশাসন শক্ত হাতে সেই সকল অত্যুৎসাহী যুবকদের বুঝিয়ে ও মৃদু লাঠিচার্জ করে বাড়িতে পাঠালেও কিছু কিছু যুবক পুলিশ প্রশাসনের উপরও আক্রমণ করছে৷


পুলিশ প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে বাইক গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে৷ আজও উত্তর জেলার কদমতলা থানাধীন পালপাড়া সংলগ্ণ এলাকায় প্রিয়ব্রত দেবনাথ (দীপক ) ৩৫ ,পিতা পবিত্র দেবনাথ তার নিজের টটো গাড়ি নিয়ে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনা সংগঠিত করে৷ স্থানীয়দের বক্তব্য তীব্র গতি ও মদ্যপান করে অটোচালক পবিত্র দেবনাথ বরগোল থেকে কদমতলা আসার পথে কদমতলা ধর্মনগর সড়কের উপর পাল পাড়া এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংগঠিত করে৷ দুর্ঘটনার ফলে অটোচালক প্রিয়ব্রত দেবনাথের দুটি পায়ে গুরুতর আঘাত লাগে৷ বিশেষ করে বাঁ পায়ের অনেকটা জায়গা কেটে গেছে৷তবে অটোতে অটোচালক প্রিয়ব্রত দেবনাথ ছাড়া কোনো যাত্রী ছিলেন না৷ দুর্ঘটনার ফলে অটো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়৷ জানা গেছে অটোচালকের বাড়ি কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মাঝের কান্দি এলাকায়৷


এদিকে প্রত্যক্ষদর্শীরা প্রেমতলা দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতরভাবে আহত অটোচালককে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন৷হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব অটোচালক প্রিয়ব্রত দেবনাথের অবস্থা গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷


অপরদিকে কদমতলা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটি ঘটনাস্থল থেকে কদমতল থানায় নিয়ে আসে এবং ঘটনাটি তদন্ত করে দেখছে৷