নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.): কৃষকদের কথা ভেবে লকডাউন কিছুটা শিথিল করা উচিত বলে দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তার মতে লকডাউন শিথিল হলে কৃষকরা নিজেদের ফসল ক্ষেতে কাটতে যেতে পারবে। এমনিতেই করোনা ও লকডাউনের জেরে কৃষকেরা সাঁড়াশি চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে তাদের সুরক্ষিত রাখাটা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।
বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, রবি শস্যের ফসল ক্ষেতে কাটার অপেক্ষায় রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সেই ফসল কেটে নিজেদের ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এর ফলে বহু কৃষকের জীবিকা নির্বাহ করাটা কঠিন হয়ে পড়ছে। দেশের অন্নদাতা কৃষকেরা আজ দুটো সমস্যার মুখোমুখি। ফসল কাটার জন্য লকডাউন শিথিল করায় একমাত্র পথ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। রাহুলের মতে ফসল যদি ক্ষেতে পড়ে থেকে নষ্ট হয়ে যায় তবে কৃষকদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ফলে রবি শস্য কাটার জন্য সরকারের উচিত কৃষকদের স্বস্তি দেওয়া।