BRAKING NEWS

সর্বদলীয় বৈঠকে লকডাউন বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.):  করোনার জেরে গোটা দেশে তৈরি হওয়া পরিস্থিতিকে সামাজিক জরুরি অবস্থা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সর্বদলীয় বৈঠকে তিনি জানিয়েছেন, ২১ দিনের লকডাউন পুরোপুরি তুলে দেওয়াটা সম্ভব নয়। দেশের বিভিন্ন রাজ্য ও জেলা প্রশাসনের তরফ থেকে এমন পরামর্শ এসেছে যে করোনা রোধে বাড়ানো হোক লকডাউন এর সময়সীমা। একই মত বিশেষজ্ঞদের।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনার পরেই নেওয়া হবে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে লকডাউন পুরোপুরি শিথিল করা হবে না।  দেশ ও সমাজ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। তার মতে করোনা মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। বিশ্ববাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে তারা কিভাবে সমাজকে গড়ে তুলবে। মানুষ ও প্রকৃতির মধ্যে কেমন সম্পর্ক গড়ে তোলা হবে তা ঠিক করার সময় এসেছে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের ভূয়শী প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি সংকট থেকে বেরিয়ে আসার জন্য কেন্দ্র ও রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *