নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল ৷৷ সিট্যুর উদ্যোগে লকডাউন চলাকালেই মঙ্গলবার শ্রম কমিশনের অফিসে ১০ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ সিট্যু নেতা কানু ঘোষের নেতৃত্বে ৩ সদস্যক প্রতিনিধি দল শ্রম কমিশনারের অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন৷
নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন এবং কাষ্ঠ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা ডেপুটেশনে শামিল হন৷ ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃবৃন্দ জানান, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণা করায় শ্রমিক শ্রেণির মানুষ জটিল সমস্যায় পড়েছেন৷ তাদের কাজ বন্ধ হয়ে পড়েছে৷ আর্থিক সঙ্কটে অনাহারের আশঙ্কা দেখা দিয়েছে৷
অবিলম্বে স্থানীয় এবং বহিরাগত প্রত্যেক নির্মাণ শ্রমিককে বিনামূল্যে রেশন সরবরাহ এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদানের জন্যও দাবি জানানো হয়েছে৷