করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য রেগায় মঞ্জুর করলো ২৫৮.১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ এমজিএনরেগায় ত্রিপুরার জন্য ২৫৮.১৮ কোটি টাকা পাঠাল ভারত সরকার৷ মূলত, লকডাউনের ফলে ত্রিপুরায় সমস্যাগ্রস্ত সাধারণ মানুষের সহায়তায় বর্তমান পরিস্থিতিতে এমজিএনরেগার টাকা মঞ্জুর করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এই আবেদনের ফলে বর্তমান কঠিন সময়ে যাতে রেগার জবকার্ডধারিদের কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়, তাই প্রায় সপ্তাহকালের মধ্যেই কেন্দ্রীয় সরকার ত্রিপুরার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সক্রিয় ভূমিকায় সোমবার ভারত সরকার ২৫৮.১৮ কোটি টাকা পাঠিয়েছে৷ চলতি অর্থবছরের প্রথম কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হয়েছে৷ এর মাধ্যমে রেগার যাবতীয় বকেয়া মজুরি দু-একদিনের মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷ পাশাপাশি করোনা সংক্রান্ত কারণে শ্রমিকদের ১০ শ্রমদিবসের কাজ দেওয়ার ঘোষণা করা হয়েছিল, সেই কাজও ত্রিপুরার ৬ লক্ষ ১৩ হাজার জবকার্ডধারিকে দেওয়া হবে৷ এমজিএনরেগার নতুন কাজ এসেছে, তা দেওয়া হবে বর্ধিত মজুরিতে৷ অর্থাৎ ১৯২ টাকার পরিবর্তে শ্রমিকরা পাবেন ২০৫ টাকা করে৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷


করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাশাসক ও বিডিওদের৷ কাজের জায়গায় জল এবং সাবান রাখার পাশাপাশি পুরোপুরিভাবে স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি শ্রমিকরা যাতে অন্তত হাতে তৈরি মাস্ক ব্যবহার করেন, সেই বিষয়টিও দেখার জন্যও বলা হয়েছে৷


প্রসঙ্গত, রেগার বকেয়া পরিশোধ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে৷ এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *