নিজামউদ্দিন : রাজ্যের আরও পাঁচজন করোনা আক্রান্ত, দিল্লি ও উত্তরপ্রদেশে চিকিৎসাধীন, ৫২ জনের হদিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ত্রিপুরার আরও পাঁচ নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তবে তাঁরা বর্তমানে দিল্লি এবং উত্তরপ্রদেশে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের মধ্যে ১ জন দিল্লিতে এবং অপর চারজন উত্তর প্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন৷ স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপকুমার দেববর্মা সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে জানিয়েছেন, পাঁচজনেরই তবলিগ-ই জামাত-যোগ রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন পর্যন্ত ত্রিপুরার ৫২ জন নাগরিকের সরাসরি তবলিগ-ই জামাত-যোগ থাকার প্রমাণ মিলেছে৷


করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্বের পাশাপাশি ভারতেরও পরিস্থিতি ক্রমশ বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে৷ ভারত সরকার এই ভাইরাসের সংক্রমণ আটকাতে আপ্রাণ চেষ্টা করছে৷ তবুও এর প্রভাব ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ আপাতত স্বস্তির বিষয়, একজনও ত্রিপুরায় অবস্থান করছেন না৷ এখন পর্যন্ত খবর, করোনায় আক্রান্ত প্রত্যেকেই বহিঃরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন৷


গতকাল একজন ত্রিপুরার নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য দফতর জানিয়েছিল৷ তবে, তার সঙ্গী এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি৷ তার খোঁজ পাওয়া গিয়েছে এবং তিনি বর্তমানে দিল্লির দিলশাদ গার্ডেনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন ডাঃ দ্বীপ৷ তিনি বলেন, আরও পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বহিঃরাজ্য থেকে রাজ্য সরকারের কাছে খবর এসেছে৷ ডাঃ দ্বীপকুমার দেববর্মা জানিয়েছেন, একজন দিল্লিতে এবং চারজন উত্তরপ্রদেশের শামেলি এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷


এ-বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে ডাঃ দ্বীপ জানিয়েছেন, ত্রিপুরার সোনামুড়ার ৩ জন, মেলাঘরের ১ জন, বিলোনিয়ায় ২ জন এবং আগরতলার রামনগর ৮ নম্বর রোড এলাকার বাসিন্দা ২ জন দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, লকডাউনের দরুন তারা ত্রিপুরায় ফিরতে পারেননি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত ফেরত ৪৪ জন এবং আক্রান্ত ৮ জন মিলিয়ে মোট ৫২ জনের এখন পর্যন্ত হদিশ মিলেছে৷ তিনি বলেন, ত্রিপুরায় ৪৪ জনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্তু তাদের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হবে৷ সবচেয়ে তাৎপর্যের বিষয় হল, উত্তরপ্রদেশে ত্রিপুরার করোনা আক্রান্ত ৪ জনের প্রথমে করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ ছিল না৷ কিন্তু, পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডাঃ দ্বীপকুমার দেববর্মা৷


এদিন তিনি আরও জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত ২৫৫৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাদের মধ্যে ১১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ২৪৪৩ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ এছাড়া, আজ দুপুর পর্যন্ত ২২৩ জনের রিপোর্ট এসেছে৷ সমস্ত রিপোর্ট নেগেটিভ বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *