নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ এপ্রিল৷৷ বড় ভাইকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করল ছোট ভাই৷ ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুরের দশদার দক্ষিণ তৈছামা সতীরাম পাড়ায়৷ বৃহস্পতিবার ভোর তিনটা নাগদ বড় ভাই শুকুরাই রিয়াং (৩৫) আকন্ঠ মদ্যপান করে বাড়িতে হৈচৈ শুরু করে দেয়৷ ছোট ভাই বিষ্ণুরাম রিয়াং এর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় শুকুরাই রিয়াং৷
একসময় তাদের বিবাদ চরম আকার ধারণ করে৷ উত্তেজনার মধ্যেই ছোট ভাই বিষ্ণুরাম রিয়াং কুড়াল দিয়ে বড় ভাই শুকুরাই রিয়াংকে আঘাত করতে থাকে৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বড় ভাই এবং ঘটনাস্থলে তিনি মারা যান৷ বৃহস্পতিবার সকালে কাঞ্চনপুর থানার ওসি, স্থানীয় এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ সেই সাথে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছোট ভাই বিষ্ণুরাম রিয়াংকে৷