নয়াদিল্লি, ২৪ মার্চ (হি. স) : করোনা পরিস্থিতিতে দেশের সিংহভাগ অংশেই লকডাউন জারি করা হয়েছে। ফলে জরুরি পরিষেবা বাদে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে দুর্ভোগের মুখে পড়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা। এর মধ্যে রয়েছে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ত্রাণ সাহায্য দেওয়ার আর্জি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা নিজের চিঠিতে সোনিয়া গান্ধী দাবি করেছেন যে, বেশিরভাগ রাজ্যে লকডাউন হয়ে যাওয়ার ফলে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও সার্বিকভাবে শ্রমজীবী মানুষের কাছে ত্রাণ ও সম্পদ পৌঁছে দেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। করোনা পরিস্থিতিতে জোর ধাক্কা খেয়েছে ক্ষুদ্র, মাঝারি শিল্প। দেশের আর্থিক গতিবিধি বন্ধ হয়ে গিয়েছে। ফলে আর্থিক দুর্ভোগের মধ্যে পড়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এই সকল শ্রমিকেরা নিজের গ্রাম ছেড়ে বড় শহরে আসে কাজের সন্ধানে। কিন্তু করোনা জেরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে।
কেন্দ্রের কাছে কংগ্রেস সভানেত্রী আর্জি এমন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক। নইলে বিপদের মুখে পড়বে দেশের ৪.৪ কোটি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। এই সকল শ্রমিকদের কেন্দ্রের তরফ থেকে অবিলম্বে আর্থিক সাহায্য দেওয়াটা একান্ত ভাবে জরুরি বলে নিজের চিঠিতে উল্লেখ করেন সোনিয়া গান্ধী।