BRAKING NEWS

১৯টি রাজ্যে লকডাউন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি. স) :  করোনা মোকাবিলায় চরম সর্তকতা জারি গোটা দেশজুড়ে। ১৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লকডাউন করে দেওয়া হয়েছে । এর মধ্যে রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর, গোয়া, রাজস্থান, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ছত্রিশগড়, অন্ধপ্রদেশ, লাদাখ, পাঞ্জাব, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, কেরল, ঝাড়খন্ড।

এ ছাড়াও আংশিকভাবে ছটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লক ডাউন করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগারওয়াল জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমনের চেইন ভেঙে দেওয়াটা একান্ত প্রয়োজন এর জন্য লকডাউন আবশ্যক ।প্রতিটি রাজ্য সরকারের উচিত কঠোরভাবে লকডাউন কার্যকর করা। লকডাউন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মহামারী ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সংক্রান্ত নির্দেশিকা প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে।

এদিকে করোনা পরীক্ষার জন্য ১২ টি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আই সি এম আর মহানির্দেশক ডা: বলরাম ভারগাভ জানিয়েছেন ১২টি ল্যাবের ১৫ হাজার কালেকশন সেন্টার রয়েছে । এছাড়াও ১১১ সরকারি ল্যাব কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *