BRAKING NEWS

জনতার কারফিউতে জরুরি পরিষেবা চালু থাকার কথা থাকলেও শান্তিরবাজার পেট্রোল পাম্প বন্ধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ মার্চ৷৷ সারা ভারতের সাথে তালমিলিয়ে শান্তির বাজার মহকুমায় সকলে জনতার কারফিউ পালন করে৷ এইদিন সকল নিজ নিজ বাড়িতে থেকেই সময় অতিক্রান্ত করেছে৷ শান্তির বাজার মহকুমার কিছু কিছু জায়গায় বেতিক্রমী চিত্র দেখাগেলেও সকলে স্বতস্ফূর্ত ভাবে প্রধানমন্ত্রীর ডাকে সারাদিয়ে জনতার কারফিউ পালন করেছেন৷

এই জনতার কারফিউ চলাকালিন জরুরি পরষেবা চালু থাকার কথা উল্লেখ থাকলেও শান্তির বাজার আর এম সাহার পেট্রোল পাম্প ছিলো বন্ধ৷ এতে করে সমস্যার সন্মুখিন হতে হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে জরিত যান বাহনকে৷ শান্তির বাজার মহকুমায় দুইটি পেট্রোল পাম্প থাকায় দুজনে সময় ভাগ করে জরুরি পরিষেবা প্রদানের কথা বলাহয়েছে৷

এর মধ্যে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জয়গুরু পেট্রোল পাম্পকে সময় দেওয়া হয়েছে৷ এই সময়ে জয়গুরু পেট্রোল পাম্প সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আর এম সাহার পেট্রোল পাম্পকে জরুরি পরিষেবা প্রদানের কথা বলা হলেও উনাদের পেট্রোল পাম্প ছিলো বন্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *