BRAKING NEWS

কোভিড-১৯ প্রতিরোধে ২৪ মার্চ থেকে ডিমা হাসাওয়ে লকডাউন

হাফলং (অসম), ২৩ মার্চ (হি.স.) : কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস)-এর সংক্রমণ বাড়ছে ভয়াবহ ভাবে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ডিমা হাসাও জেলায় পাঁচ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছে। ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় লকডাউন ঘোষণা করছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। তবে সোমবার সন্ধ্যায় রাজ্য সরকার গোটা রাজ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করায় ডিমা হাসাওয়েও স্বাভাবিকভাবে তা কার্যকর হবে।

করোনা ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে সিইএম দেবোলাল গারলোসার নেতৃত্বে বিজেপি শাসিত কার্যনির্বাহী সমিতি সোমবার দুপুরের দিকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিব মুকুট কেম্প্রাই এ সম্পর্কিত এক নির্দেশিকা জারি করে আগামী পাঁচদিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। সে অনুযায়ী ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদের অধীনস্থ সব সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ থাকার কথা জানিয়েছিলেন তিনি। তবে জরুরিকালীন সব পরিষেবা যেমন স্বাস্থ্য, অগ্নিনির্বাপক বাহিনী, অত্যাবশ্যক সামগ্রীর দোকান যথারীতি উপলব্ধ থাকার কথা বলা হয়েছিল। নির্দেশিকায় সরকারি কর্মচারীদের নিজের বাড়িতে বসে সরকারি কাজকর্ম চালিয়ে যাওয়ার কথা বলা হয়।

এদিকে আজ সকাল ৮-টায় জনতা কার্ফু শেষ হওয়ার পরই হাফলং শহরে সমস্ত দোকান পাট, বাজার হাট খুলে দেওয়া হয়। আর বাজার হাট খোলার পরই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের পক্ষ থেকে যে সব নিয়ম নীতি দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করে হাফলং শহরের বাজারে জনগণ হুড়মুড় করে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। বাজারের দোকানগুলিতে উপচে পড়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে একজন আরেক জনের থেকে এক মিটার দূরত্বও বজায় রাখেননি। তাই লকডাউন ছাড়া আর কোনও রাস্তা ছিল না প্রশাসনের। কারণ এখনও মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে যে তেমন সজাগতা আসেনি তা সোমবার হাফলং বাজারে পরিলক্ষিত হয়েছে।

এদিকে আজ সন্ধ্যায় রাজ্য সরকার আগামীকাল (২৪ মার্চ) সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। ফলে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ডিমা হাসাওয়েও ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের কার্যকাল বাড়বে বলে জেলা প্রশাসনের এক সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *