মুম্বই, ২০ মার্চ (হি.স.) : করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কাপুর। এই মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন। লখনউতে তাঁর সোয়াব পরীক্ষা করা হয়। শুক্রবার তাঁর রিপোর্ট আসে। সেখানেই তাঁর শরীরে কোভিড১৯-এর উপস্থিতি দেখা যায়।
ভারতে ইকিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২০৬ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি। এবার সেই করোনার গ্রাসে বলিউডের গায়িকা কণিকা কাপুর। জানা যাচ্ছে, বেবি ডল খ্যাত এই গায়িকা কিছুদিন আগেই লন্ডন থেকে ফেরেন। কিন্তু তার পরে কোয়ারেন্টাইনে যাননি কণিকা। এর পরে এক পাঁচতারা হোটেলের পার্টিতে উপস্থিত ছিলেন ছিলেন তিনি। তাঁর শরীরে কোভিড ১৯ পাওয়া যাওয়ার পরেই তাঁর পরিবারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ৪১ বছরের গায়িকা।
জনপ্রিয় এই গায়িকার অফিসিয়াল বিবৃতি, ‘বিগত ৪ দিন ধরে শরীরে ফ্লুর মতো সংক্রমণ ছিল, পরীক্ষা করে দেখা গিয়েছে, আমি করোনাভাইরাসে সংক্রমিত| পরিবার-সহ সম্পূর্ণ কোয়ারান্টাইনে রয়েছি, চিকিত্সকদের নির্দেশ মতো চলছি|’
সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন ‘বেবি ডল’ গায়িকা কণিকা কপূর| দেশে ফেরার পরই ১০ দিন আগে বিমানবন্দরে তাঁর স্ক্যানিং হয়, ৪ দিন আগে দেখা দিয়েছে অসুস্থতার লক্ষণ| তারপর থেকেই কোয়ারান্টাইনে রয়েছেন জনপ্রিয় এই গায়িকা|
উল্লেখ্য, ভারতে তারকাদের মধ্যে প্রথম আক্রান্ত হলেন কণিকা। তবে হলিউডে ইতিমধ্যেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।

