রাজ্যপাল সকাশে দিব্যাঙ্গন উন্নয়ন সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ত্রিপুরার রাজ্যপালের সাথে দেখা করে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরল দিব্যাঙ্গন উন্নয়ন সমিতি৷ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সংরক্ষণ এবং অনুদান ও ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা৷


মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল রমেশ বৈসের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরা দিব্যাঙ্গন উন্নয়ন সমিতির এক প্রতিনিধি দল৷ ত্রিপুরা দিব্যাঙ্গন উন্নয়ন সমিতির সম্পাদক হাসিনা বেগমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে সমিতির মুখ্য উপদেষ্টা সঞ্জন ভট্টাচার্য সহ আরও দুই সদস্য ছিলেন৷ রাজ্যপালের সাথে সাক্ষাৎকারের সময় প্রতিনিধি দলটি একটি দাবি সনদও রাজ্যপালের হাতে তুলে দিয়েছে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরে দিব্যাঙ্গনদের জন্য সংরক্ষিত ১৬১টি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিষয়টি দেখার জন্য তারা দাবি সনদে তুলে ধরেন৷


এছাড়াও দিব্যাঙ্গনদের সকল ধরনের অনুদান এবং ভাতা সর্বনিম্ন ৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা, নরসিংগরস্থিত আই ভি এইচ বালিকা উচ্চ বিদ্যালয়কে দ্বাদশমানে উন্নীত করা, দিব্যাঙ্গনদের জন্য নগদহীন (ক্যাশলেস) স্বাস্থ্য বিমা চালু করা, সিটি বাস সার্ভিসে দিব্যাঙ্গনদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা দ্বিগুণ করা, যে সকল সমাজকর্মী দিব্যাঙ্গনদের উন্নয়নে নিবেদিত তাদের জন্য বিশেষ বাৎসরিক পুরস্কারের ব্যবস্থা করা এবং নরসিংগড়ের ব্লাইন্ড সুকলের সঠিক পরিচালনার জন্য আকস্মিক পরিদর্শন করার মতো কর্মসূচি চালু করার বিষয়গুলি দাবি সনদে তুলে ধরা হয়েছে৷