নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ উত্তর ত্রিপুরার সদর শহর ধর্মনগরে জনৈক মহিলা গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ এ ঘটনায় শহরের সংশ্লিষ্ট এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মঘাতী মহিলাকে মালতি ঘোষ (৫৮) বলে পরিচয় পাওয়া গেছে৷
ঘটনা ধর্মনগর সদর থানা এলাকার পদ্মপুর মহাদেববাড়ি রোড এলাকায় রবিবার বেলা প্রায় সাড়ে তিনটা নাগাদ সংঘটিত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছার আগেই পরিবারের লোকজন এবং স্থানীয় জনতা গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মহিলার মৃতদেহ নামিয়েছেন৷ এ নিয়ে পুলিশ অসন্তোষ ব্যক্ত করেছে৷ পাশাপাশি মৃত্যকে কেন্দ্র করে সন্দেহ দানা বেঁধেছে পুলিশের৷ তবে মৃত মালতিদেবীর পরিবারের সদস্যের মতো প্রতিবেশীরা পুলিশকে জানান, নেহাৎ অজ্ঞতাবশত তাঁরা মৃতদেহটি নামিয়েছেন৷
এদিকে পুলিশ মিনতি ঘোষের মরদেহ ধর্মনগরের সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর রহস্য এবং কারণ সবটাই তদন্ত করে বের করা হবে৷