ধৃত দুই নাইজেরিয়ান করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসোলেশনে, গঠিত রেপিড রেসপন্স টিম

করিমগঞ্জ (অসম), ১৫ মার্চ (হি.স.) : অবৈধভাবে ভারতে আগত দুই নাইজেরিয়ান নাগরিককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে করিমগঞ্জ অসামরিক হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে শহর তো বটেই, সমগ্র জেলায় করোনা আতঙ্ক বিরাজ করছে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দুই বিদেশি নাগরিকের শরীরে করোনা ভাইরাস সম্পর্কে সরকারিভাবে কোনও স্পষ্টীকরণ দেওয়া হয়নি। তাই উদ্বিগ্ন মানুষ।

দুই নাজেরিয়ানের ব্যাপারে রবিবার করিমগঞ্জ জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডা. অনুপ কুমার দৈত্যারি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। ডা. দৈত্যারি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিদেশ থেকে আগত যে কোনও ব্যক্তিকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ আছে কি না তা পরীক্ষা করতেই আইসোলেশনের ব্যবস্থা, জানান জেলা স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা ডা. অনুপ দৈত্যারি। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে এই দুই নাইজেরিয়ার নাগরিককে ৪৮ ঘণ্টা আইসোলেশনে রাখা হবে। এর পর তাঁদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চোরাইবাড়ি চেকগেটে এক নৈশ বাসে রুটিন তাল্লাশি চালানোর সময় দুই বিদেশি নাগরিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। এএস ০১ জেসি ৮০৫২ নম্বরের স্বপ্না ট্র্যাভেলস-এর নৈশ বাসে চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল তাঁর দলবল নিয়ে তাল্লাশি অভিযান চালিয়েছিলেন। বাসে মধ্যের সিটে উপবিষ্ট দুই বিদেশি নাগরিক তড়িৎগতিতে  বাস থেকে নেমে জাতীয় সড়কের পাশের গভীর জঙ্গলে পালিয়ে গা ঢাকা দেয়। পুলিশ অফিসার মিন্টু শীল সময় নষ্ট না করে ব্যাটালিয়ানকে সঙ্গে নিয়ে জঙ্গলে চিরুনি তাল্লাশি চালান। কিছু সময়ের মধ্যেই পুলিশের হাতে সাফল্য আসে। অবৈধ ভাবে ভারতে প্রবেশকারী দুই বিদেশি নাগরিকের কাছ থেকে নাইজেরিয়া থেকে বাংলাদেশ আসার পাসপোর্ট পাওয়া গেলেও, ভারতে প্রবেশ করার কোনও বৈধ কাগজপত্র তাদের কাছে পায়নি পুলিশ। 

পুলিশি জেরায় ধৃত দুই বিদেশি নাগরিক জানায়, তারা প্রথমে নাইজেরিয়া থেকে বাংলাদেশ আসে। মধ্যে কিছুদিনের জন্য তারা ব্যাঙ্কক গিয়েছিলো। সেখান থেকে পুনরায় বাংলাদেশ আসে। পরে বাংলাদেশ থেকে আগরতলা হয়ে তারা ভারতে প্রবেশ করে। গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যেই তারা নৈশ বাসে চড়েছিল। ধৃত দুই নাইজেরিয়ান নাগরিকের নাম সিনেদু নাংশু (৩০) ও কানু কিংশলে (২৮) বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে ধৃত দুই নাইজেরিয়ার নাগরিককে বাজারিছড়া থানায় সমঝে দেন চোরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল।

সাম্প্রতিককালে করোনা ভাইরাসের আতঙ্ক থাকায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে জেলা পুলিশ প্রশাসন ধৃত দুই বিদেশি নাগরিককে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে আইসোলেশনে রেখেছে। আজ বেলা ২:০০ টা নাগাদ তাদের আইসোলেশন কক্ষে নিয়ে যাওয়া হয়েছে।

করোনা মহামারি থেকে দেশকে রক্ষা করতে সমগ্র দেশে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ থেকে আগত যে কোনও নাগরিককে ১৪ দিনের আইসোলেশনে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ। দেশের প্রত্যেক রাজ্য সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রী সরকারের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে। 

এদিকে করিমগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও, এই মারণ ভাইরাস প্রতিরোধের খবরা-খবর নেওয়ার জন্য জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছেন জেলাশাসক আনবামুথান এমপি। আজ সন্ধ্যায় জেলাশাসকের কনফারেন্স হল-এ করোনা ভাইরাস মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এক সভায় এই সিদ্ধান্ত নেন জেলাশাসক। সেই সঙ্গে জেলার অভিজ্ঞ ১০ জন চিকিৎসককে নিয়ে একটি রেপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রতিদিনের আপডেট জেলা প্রশাসনকে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই রেপিড রেসপন্স টিমকে। করোনা ভাইরাস না ছড়ানোর জন্য রাজ্য সরকার কর্তৃক জারিকৃত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, শোপিং মল, সুইমিং পুল, জিমনাশিয়াম-সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ্য কার্যক্রম আগামী ২৯ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও সভায় জানিয়ে দেওয়া হয়।