নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজধানী যোগেন্দ্রনগর বিদ্যাসাগর ব্রীজ সংলগ্ণ এলাকায় ট্রিপারের ধাক্কায় প্রাণ গেল এক হকারের৷ তার নাম ননীগোপাল রায়৷ বাড়ি জগহরি মুড়া৷ দমকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
দীর্ঘদিন যাবত এই এলাকায় একটি ট্রাফিক পয়েন্ট এবং একটি স্পীড বেকারের দাবি স্থানীয় জনগণ করে আসলেও আজ অব্দি তার ব্যবস্থা হয়নি৷ ফলে মাটি নিয়ে যাওয়া ট্রিপার থেকে শুরু করে মোটর সাইকেল সকল গাড়ি খুব দ্রুত গতিতে চলাচল করে তাই অঞ্চলটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা বলে জানালেন এলাকাবাসী৷
এদিকে, সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের ধবজনগরে ডনবসকো সুকলের সামনে৷ নিহত যুবকের নাম ধীরাপদ চাকমা৷ তিনি গোমতী জেলা পুলিশ সুপারের অফিসের ক্লার্ক৷ তাঁর বাড়ি শিলাছড়ীতে৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে৷ একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান৷ তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এদিকে আর কে পুর থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ ঘাতক গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷

