নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ পশ্চিম জেলার তিনটি সাব ডিভিশনের অন্তর্গত ১০,৩২৩ এডহক শিক্ষকদের নিয়ে সভা কৃষ্ণনগরস্থিত টিআরটিসি হলঘরে অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে ১০,৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের কমল দে জানান আগামী ২৬ই মার্চ ১০,৩২৩ শিক্ষকদের মামলাটি আদালতে শুনানী হবে৷
তাছাড়া আগামী ৯ই মার্চ আগরতলার রবীন্দ্রশত বার্ষিকী ভবনে রাজ্যব্যাপী যে কনভেনশনের আয়োজন করা হয়েছে সেই ব্যাপারে এই সভায় আলোচনা হয়েছে৷ কমল দে জানান রাজ্য সরকারকে পাশে নিয়েই আগামী ১৬ই সংগঠনটি ২৪ ঘণ্টার গণ অবস্থানে যাচ্ছে৷

