কলকাতা, ৯ মার্চ (হি.স.) : এবার কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রীর মুক্তির নিঃশর্ত দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৮ শীর্ষ নেতা।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ বেশ কয়েক জন নেতাকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নিরাপত্তার স্বার্থে আটক করা হয়। তাঁদের মধ্যে অধিকাংশকে পরে মুক্তি দেওয়া হলেও তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ প্রায় একডজন নেতার এখনও বন্দিদশা ঘোচেনি। এঁদের মধ্যে ফারুক আবদুল্লার বিরুদ্ধে জননিরাপত্তা আইনে অভিযোগ দায়ের হয় গত সেপ্টেম্বর মাসে। সম্প্রতি ওমর ও মেহবুবার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। প্রমাণ হিসেবে, ৩৭০ ধারা রদের আগে তিন নেতার উস্কানিমূলক বিবৃতির দিকেই আঙুল তোলা হয়েছে।
সোমবার যাঁরা এই দাবি করলেন তাঁরা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, যশবন্ত সিনহা, অরুণ শৌরি, সিপিআই নেতা ডি রাজা, সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং আরজেডি সাংসদ মনোজ ঝা। সোমবার তাঁরা একটি যৌথ স্বাক্ষরিত পত্রে অবিলম্বে কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রীর মুক্তির নিঃশর্ত দাবি করেছেন।
কাশ্মীরে এখন শান্তি বিরাজ করছে। দ্রুত পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। এর সঙ্গেই আটক রাজনীতিকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তও এবার চূড়ান্ত করতে ইতিমধ্যে জাতীয় স্তরে দাবি উঠেছে। জম্মু ও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বন্দিদশা থেকে দ্রুত মুক্তিলাভের জন্য প্রার্থনা করছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কথা জানানোর পাশাপাশি তিনি সম্প্রতি কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তাঁরা অবদান রাখবেন বলেও আশা পোষণ করেন।