নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ মার্চ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসের মদতে চলছে লুটের রাজত্ব৷ শুভঙ্কর বাবু প্রতিনিয়ত নানানভাবে বনদস্যুদের পরোক্ষভাবে সহায়তা করছেবলে অভিযোগ৷
প্রতিনিয়ত বনদস্যুদের কাছথেকে প্রচুর পরিমানে অর্থপেয়ে থাকেন রেঞ্জারবাবু৷ অপরদিক কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের আওতায় রোডসাইড প্লেন্টেশানের নাম করে প্রচুর অর্থ আত্মসাত করে নিয়েছে রেঞ্জার বাবু এমনটাই অভিযোগ৷ বর্তমানে কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের আওতায় রোডসাইড প্লেন্টেশানের গাছগুলি পরিচর্চার অভাবে ধবংস হয়ে গেছে৷ এইনিয়ে দপ্তরের কোনোপ্রকার হেলদোল নেই৷
জানা যায় শুভঙ্কর বাবু বিনাে টন্ডারে অনেক কাজ অর্থের বিনিময়ে নিজেদের কাছের লোকজনদের পাইয়ে দেন৷ কাজের গুনগতমান কোনো প্রকার যাচাই করা হয়না বলে অভিযোগ৷ দীর্ঘদিন লুটের রাজত্বের ফলে কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জের অধিকাংশ বনভূমি ধবংস হয়ে যাচ্ছে৷ এখন দেখার বিষয় এইব্যাপারে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন৷

