দুর্গাপূজার আগেই বিমানবন্দরের নতুন টার্মিলাল উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ দূর্গাপূজার আগেই এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন হয়ে যাবে৷ রবিবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পূর্বোত্তরের রিজিওন্যাল ডিরেক্টর সঞ্জিব জিন্দাল একথা জানান৷


এদিন তিনি এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ খতিয়ে দেখতে আসেন৷ সেই সাথে বিমানবন্দরে নারী দিবস উদযাপন অনুষ্ঠানেও যোগ দেন তিনি৷ শ্রীজিন্দাল জানিয়েছেন, নতুন টার্মিনাল ভবনে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা থাকবে৷

এই টার্মিনাল ভবনের জন্য ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধার্য্য করা হয়েছিল৷ বর্তমানে যে সংখ্যক যাত্রী প্রতিদিন যাওয়া আসে করে তার থেকে পাঁচ গুন বেশী যাত্রী যাতায়াত করতে পারবে এই টার্মিনালে৷