BRAKING NEWS

বৃষ্টিতে ভেস্তে গেল মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, গ্রুপে শীর্ষে থেকে ফাইনালে গেল ভারত

সিডনি, ৫ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার বৃষ্টিতে ভেস্তে গেল মহিলা টি-২০ বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ড প্রথম সেমিফাইনাল ৷ গ্রুপে শীর্ষে থাকায় ফাইনালে পৌঁছল ভারত ৷ সেইসঙ্গে এই প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল৷  

ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল বৃষ্টির জেরে বাতিল হয়ে যাওয়া গ্রুপ তালিকায় শীর্ষে থাকা হরমনপ্রীত কউরের দল সরাসরি পৌঁছে গেল ফাইনালে৷ গ্রুপ এ-তে ভারতীয় ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্টে শীর্ষে ছিল৷ গ্রুপ বি-তে ইংল্যান্ডের ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট ছিল৷ তার জেরে পয়েন্টে এগিয়ে থাকা ভারতের ক্রিকেট দলই চলে গেল ফাইনালে৷ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ভারত ৷  

এদিন ভারতীয় সময় সকাল সাড়ে ৯ টায় প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হতে থাকে সিডনিতে ৷ শেষ পর্যন্ত বৃষ্টি না থামার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারী ৷ ফলে গ্রুপ স্টেজে শীর্ষে শেষ করার কারণে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ যা ইংল্যান্ডের জন্য দুর্ভাগ্যজনক। একইভাবে যদি দ্বিতীয় সেমিফাইনালও ভেস্তে যায় তাহলে ফাইনালে ভারতের বিরুদ্ধে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। ছিটকে যাবে হোম টিম অস্ট্রেলিয়া।
এদিন সিডনিতে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল দেখতে স্টেডিয়ামে ভিড় ছিল চোখে পড়ার মত৷ কিন্তু সকাল থেকেই তুমুল বৃষ্টিতে টস-ও করা যায়নি৷ আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, অন্তত ১০ ওভার করে ম্যাচ করতেই হবে ফলাফলের জন্য৷ কিন্তু এ দিনের বৃষ্টি সে সুযোগও দেয়নি৷

তবে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করলেন ভারতের মেয়েরা। এই বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করে দিয়েছিলেন ভারতের মেয়েরা। সেই ধারা ধরে রেখেই নক-আউটেও পৌঁছে গিয়েছিল। প্রথমে অস্ট্রেলিয়াকে হারিয়েই আতত্মবিশ্বাসটা পেয়ে গিয়েছিল গোটা দল। তার পর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা বধ। শেষ ম্যাচের আগেই অবশ্য বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতের মেয়েরা। অল-উইন রেকর্ডের সঙ্গে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার নামার কথা থাকলেও তেমনটা হল না।

এদিনের বৃষ্টি প্রশ্ন তুলল ফাইনাল নিয়ে | ফাইনালের বৃষ্টি হলে কী হবে? মেলবোর্নে ফাইনাল হবে৷ কিন্তু মেলবোর্নের আকাশেরও মুখ ভার৷ বৃহস্পতিবার সকাল থেকে চলছে হালকা বৃষ্টি৷ যদি রবিবার ফাইনালের দিন বৃষ্টি শুরু হয়, তা হলে সোমবার ম্যাচ হবে৷ সোমবারেও যদি বৃষ্টির জেরে ম্যাচ পণ্ড হয়, তা হলে দুই দলকেই যুগ্ম ভাবে বিশ্বকাপ জয়ী ঘোষণা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *