নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলি নিয়ে চাপান-উতর তুঙ্গে রাজনৈতিক মহলে| বুধবার মধ্যরাতে মুরলীধরের বদলির বিজ্ঞপ্তি জারি হয়| এরপরই শুরু হয়েছে শাসক-বিরোধী বিবাদ| বিচারপতি এস মুরলীধরকে বদলির সিদ্ধান্তের প্রেক্ষিতে কেন্দ্রকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| টুইটারে রাহুল লিখেছেন, ‘বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে, যাঁকে বদলি করা হয়নি|’ সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রিজগোপাল হরকিষেণ লোয়া ২০১৪ সালে মারা যান| বিচারপতি লোয়া সোহরাবুদ্দিন শেখের হত্যা সংক্রান্ত তদন্তের মুখ্য তত্ত্বাবধায়ক ছিলেন| লোয়ার মৃত্যু নিয়েও ব্যাপক বিতর্ক হয়|
ঘটনাচক্রে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় দিল্লি পুলিশকে তুলোধনা করার পরই বদলি করা হয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে| একাধিক বিতর্কিত ভিডিও দেখার পর বুধবার বিচারপতি মুরলীধর বলেছিলেন, দিল্লি পুলিশ কি এগুলি দেখেনি? তাহলে কেন এফআইআর দায়ের হয়নি? বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেছিলেন, দিল্লি পুলিশের এই হাল দেখে আমি বিস্মিত| এরপর মধ্যরাতে বিচারপতি মুরলীধরকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়|
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, মুরলীধরের বদলি আসলে রুটিন বদলি| কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই যুক্তি মানতে নারাজ| কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা টুইটারে লিখেছেন, ‘মধ্যরাতে বিচারপতি মুরলীধরের এই বদলির নির্দেশ বর্তমান পরিস্থিতিতে মোটেই আশ্চর্যের বিষয় নয়| নিশ্চিতভাবে বেদনাদায়ক ও লজ্জাকর|’ উল্লেখ্য, বুধবার রাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়|

