নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক | শুক্রবার আচমকা এক যাত্রী টুইটের জেরে মাঝ পথেই থেমে গেল ট্রেন | তবে ওই ট্রেনে বোমা সত্যি আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চলছে।
শুক্রবার দিল্লি থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনেই বোমা আছে বলে দাবি করেন এক যাত্রী। টুইটারে লেখেন, ‘রাজধানীতে পাঁচটি বোমা আছে। ট্রেনটা দিল্লি থেকে কানপুর সেন্ট্রালের দিকে যাচ্ছে। দয়া করে দ্রুত কোনও ব্যবস্থা নিন।’ এই লিখে রেল মন্ত্রক, পীযূষ গোয়েল, দিল্লি পুলিশ ও আইআরসিটিসি-কে ট্যাগ করেন।
সঙ্গে ট্রেন থামানোর নির্দেশ দেওয়া হয়। দাদরিতে ট্রেন থামিয়ে দেওয়া হয়। ট্যুইটের জবাবে রেল পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ট্যুইটারে লেখে, ‘যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে সব উচ্চপদস্থ আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ট্রেনটি দাদরি জিআরপি পোস্টে থামিয়ে দেওয়া হয়েছে।’
তবে ট্রেনে বোমা সত্যি আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চলছে। কী দেখে যাত্রী এই ট্যুইট করলেন, তাও জানা যায়নি।