নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে মণিপুর পুলিশ৷ দক্ষিণ অসমের কাছাড় পুলিশের সহযোগিতায় মণিপুরের থাওবাল পুলিশ এক অভিযান চালিয়ে কাছাড়ে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের এক বড়মাপের চাঁইকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রাজ্যের যৌথ পুলিশ নেশা কারবারের সঙ্গে জড়িত আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া বছর ৪১-এর আব্দুল হাসিম নামের এক জনকে গ্রেফতার করেছে৷ আব্দুল হাসিম মূলত মায়নামারের বাসিন্দা হলেও বর্তমানে পশ্চিম ত্রিপুরার জেলা সদর তথা রাজধানী আগরতলার পার্শবর্তী জিরানিয়ায় বসতি স্থাপন করেছে৷
বুধবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস এই খবর দিয়ে জানান, মণিপুরের থাউবাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) সচ্চিদানন্দের নেতৃত্বে পুলিশের এক দল কাছাড় পুলিশের সহায়তায় মঙ্গলবার মায়ানমার থেকে আগত কুখ্যাত আন্তর্জাতিক ড্রাগস মাফিয়া আব্দুল হাসিমকে জেলার এক গোপন স্থান থেকে গ্রেফতার করেছে৷ তবে কাছাড়ের কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে তদন্তের স্বার্থে সর্বজনীন করতে চাননি তিনি৷ তবে আজ তাকে মণিপুরের থাউবালে নিয়ে গেছে ওই রাজ্যের পুলিশ৷
তিনি জানান, ইতিমধ্যে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া চক্রের আরও আট জনকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ৷ আট জনের মধ্যে আব্দুল হাসিম ছাড়া চারজন ত্রিপুরার এবং তিনজন মণিপুরের বাসিন্দা৷ এরা মায়ানমার থেকে নেশা জাতীয় দ্রব্য অসম হয়ে ত্রিপুরা এবং বাংলাদেশ ইত্যাদি দেশে পাচার করে৷ এদের বড়সড় এক চক্র কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ছাড়াও প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় দাপটের সঙ্গে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আব্দুল হাসিম মায়ানমার থেকে ড্রাগ পাচার করত৷ মায়ানমারে তার নিয়মিত যাতায়াত রয়েছে৷ তার সঙ্গে সম্পর্ক রয়েছে সে দেশের কুখ্যাত নেশা কারবারি কিয়াও কিয়াও নাইং ওরফে আব্দুল রহিমের৷ তার বিরুদ্ধে থাউবাল থানায় ৯৪ (৮) ২০১৯ নম্বরে একটি মামলাও দায়ের করা হয়েছিল৷ গত বছরের ২৪ আগস্ট পুলিশ জেলার ফউডেল খেইরামবি এলাকায় এক অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৪৪ লক্ষ টাকার ডব্লিউওয়াই ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছিল৷