আজমের, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে ভারত বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রপতির আগমন ভারতের জন্য ভাল সংকেত বহন করেছে। তাঁর যাত্রা সফল হয়েছে। এই সফরের পরিমাণ আগামীদিনগুলিতে অনুভূত হবে।
উল্লেখ করা যেতে পারে তীর্থ করতে পরিবারকে সঙ্গে নিয়ে পুষ্কর এসেছেন জগত প্রকাশ নাড্ডা। নিজের ছেলের বিয়ের পর গোটা পরিবারকে সঙ্গে জগতপিতা ব্রহ্মাজির পুজো পুষ্করে দিয়েছেন তিনি। সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলেছেন, ব্রহ্মাজির এবং পবিত্র সরোবরের কাছে তিনি প্রার্থনা করেছেন যে বিজেপির প্রতিটি কর্মীকে সর্বশক্তি দিয়ে দেশের সেবা করে যাওয়া।