উপজাতিদের ভূমির উপর অন্যরা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালাচ্ছে : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি ৷৷ ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ২২তম কেন্দ্রীয় সম্মেলন শনিবার থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে৷ সম্মেলনে সিপিআইএম কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত, গণমুক্তি পরিষদের বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের উদারীকরণ ও বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করা হয়৷


গণমুক্তি পরিষদের ২দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত বলেন, উপজাতিদের ভূমির উপর অন্যরা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালাচ্ছে৷ তাতে উপজাতিদের চরম সর্বনাশ হয়ে যাবে৷


দেশের অর্থনৈতিক অবস্থার অবনমনের উল্লেখ করে বৃন্দা কারাত বলেন, দেশে বেরোজগারির সংখ্যা দিন দিন বাড়ছে৷ গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে বর্তমান সময়ে৷ অউপজাতিক ক্ষেত্রে দেশের মান নিচে নেমে আসছে৷ নোটবন্দিকেই এজন্য তিনি দাবি করেন৷ সম্মেলনের প্রথম দিকেই ভূমি সংস্কার আইন নিয়ে রীতিমতো তোপ দেগেছেন গণমুক্তি পরিষদের নেতৃবৃন্দ৷